শামছুল আরেফিন শাকিল
আপনি ছিলেন সুউচ্চ সে মিনার, যে মিনার–
থেকে সুবহে সাদিকের স্নিগ্ধতায় শুনেছি
শুদ্ধ মানুষ হওয়ার আহবান।
আপনি বাতিঘর, যে প্রেরণার বাতিঘর-
অন্ধকারে সব মেরুতে সাহসে সরবে
দেখায় পথ প্রতিক্ষন।
আপনি বটবৃক্ষ, যে বৃক্ষের-
সুশীতল ছায়ায় মায়ায় বাড়ন্ত আমরা তরুলতা ।
আপনি এক মায়ার গান, যে গানের –
সুর ছন্দে নন্দিত অগণিত
সাগর দ্বীপের ভক্তপ্রাণ।
সন্দ্বীপের মেঠোপথ থেকে হালিশহরের অলিগলি
ঘুরে বেড়াতেন ধ্যানে, পরে- সফেদ পাজামা পাঞ্জাবি
কাঁধে জড়িয়ে কাস্মিরি শাল,
অফুরান জীবন দেশের পুষ্পউদ্যানে
পরম আনন্দে থাকুন হে অগ্রজ দিকপাল।
[ আজ ১৪ জুন, বিশিষ্ট কবিয়াল লেখক চিন্তাবিদ ও শিক্ষক মাষ্টার কে এম আজিজ উল্যাহ স্যারের ৩য় প্রয়াণ দিবস।২০২১ সাল বাংলা ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮ এইদিনে তিনি দেহত্যাগ করেন। ]