মোহাম্মদ ফয়সাল আলম:
বিশ্বব্যাংক বাংলাদেশের জুয়েলারি শিল্পের কারিগরি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচির জন্য অর্থায়ন করবে। এই উদ্যোগটি বিশ্বব্যাংকের “অ্যাসেট” প্রকল্পের আওতায় এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় বাস্তবায়িত হবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। বাজুস ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে, যা এই প্রশিক্ষণ কর্মসূচির কার্যকরী বাস্তবায়নকে নিশ্চিত করবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এবং বিশ্বব্যাংকের অ্যাসেট প্রজেক্টের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এ সময় বাজুসের সহসভাপতি গুলজার আহমেদ, মো. রিপনুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাজুস। অ্যাসেট প্রজেক্টের অধীনে বাজুস ইনস্টিটিউটের মাধ্যমে প্রাথমিক অবস্থায় জুয়েলারি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৩০০ ব্যক্তিকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রজেক্টের আওতায় তিন মাস মেয়াদি প্রশিক্ষণে থাকছে জুয়েলারি ম্যানুফ্যাকচারিং, ডিজাইন, দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কোর্স ইত্যাদি।