ঈদুল আজহা বা কোরবানির ঈদকে কেন্দ্র করে নাড়ির টানে শহর থেকে বাড়ি যেতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মানুষের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে।

শুক্রবার বিকেলে গাবতলী মহাসড়কে সরেজমিন দেখা গেছে, প্রচণ্ড রোদ আর জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক পিকআপ ও মোটরসাইকেলে করে বাড়ির পথে ছুটছে সাধারণ মানুষ

এর আগে, বৃহস্পতিবার অনেক প্রতিষ্ঠানে ছিল ঈদের আগে শেষ অফিস। আবার অনেক শিল্প-কারখানায় আজ ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির পর প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে যেভাবে পারছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনেকে বাস-ট্রেনের টিকিট না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে বাড়ি যাচ্ছেন।

আর যারা ট্রাকে করে বাড়ি ফিরছে তারা হলো নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে উত্তর অঞ্চলের মানুষের এ সংখ্যাটি বেশি। অনেকে বলছেন, আমরা বাসের যে ভাড়া সেটি দিতে পারি না তাই ট্রাকে করে বাড়ি ফিরছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *