ঈদের পর মেট্রো চলবে নতুন সূচিতে

ঈদুল আজহার ছুটি শেষে নতুন সূচিতে চলবে মেট্রো রেল। মূল অফিস সময়সূচির সঙ্গে মিল রেখে নতুন মেট্রোর নতুন সূচি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ জুন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এম এ এন সিদ্দিক বলেন, আগামী ১৯ জুন থেকে মেট্রো রেলের পিক ও অফ পিক আওয়ারের সময় পরিবর্তন হতে যাচ্ছে। মূলত সরকার নির্ধারিত অফিসের নতুন সময়সূচির কারণেই আগের সময় পরিবর্তন হয়েছে।

সকালে চলাচলে সময়ের পরিবর্তন না এলেও বিকাল থেকে চলাচলের মধ্যবর্তী সময়ে পরিবর্তন আনা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী:

আরও পড়ুন:  বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ : রাষ্ট্রপতি

এম এ এন সিদ্দিক আরও জানান যে, ঈদুল আজহা উপলক্ষে ১৭ জুন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। ১৯ জুন থেকে প্রতিদিন ১৯৬ বার মেট্রো রেল চলাচল করবে, যা বর্তমানে ১৯৪ বার থেকে বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *