চট্টগ্রামে অ্যাড. আনোয়ারুল কবির স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল 

আইনের বাতিঘর, সন্দ্বীপের কৃতিসন্তান অ্যাডভোকেট এ এম আনোয়ারুল কবির স্মরণে ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ‘ পত্রিকার উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল শনিবার (৮ জুন) বাদ আছর হালিশহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সন্দ্বীপ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফোরকান উদ্দিন আহমেদ, সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা নূর, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামে এর সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এ বারী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন, ইসলামী ব্যাংকের ডিএমডি তাহের আহমেদ চৌধুরী বাদল, সিনিয়র অ্যাডভোকেট পরেশ চন্দ্র দাশ, মুহাম্মদ সলিমুল্লাহ ও জামসেদুর রহমান মন্নান, মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রতন রঞ্জন নাথ, বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মোঃ আরিফুর রহমান, অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, অ্যাডভোকেট মোঃ হানিফ, অ্যাডভোকেট কফিল উদ্দিন আহমেদ, হালিশহর এ ব্লক কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, প্রিমিয়ার লিজিং চট্টগ্রাম শাখার প্রধান শাহজামান আরজু, সন্দ্বীপ ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শামসুল কবির শামীম প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট এম আলাউদ্দিন, অ্যাডভোকেট মাইনুল আমিন, রুপালী ক্রেডিটের সিনিয়র এজিএম কামরুল ইসলাম টিটু, বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক কর্মকর্তা আইয়ুব সাদেক, অ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ, অ্যাডভোকেট মহিদুল মাওলা মুকুট, অ্যাডভোকেট তসলিমুল আলম, অ্যাডভোকেট মোঃ মোস্তফা, অ্যাডভোকেট জিয়াউদ্দিন রাব্বি, হালিশহর বি ব্লক সন্দ্বীপ সোসাইটির সাধারণ সম্পাদক মোসাদ্দেক আহমেদ, ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবদুল আজিজ সজিব, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার হালিশহর প্রতিনিধি সৈয়দ আবুল কালাম আজাদ, সাংবাদিক আবদুল হান্নান রানা, মোবারক হোসাইন ভুঞ্জা ও মোঃ আরিফ, লেখক হালিম আল দীন, রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ ফজলুল করিম হক সাহেব প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন, হালিশহর অগ্রণী ব্যাংক কলোনী বায়তুল মালেক জামে মসজিদের খতিব মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ এম আনোয়ারুল কবীর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, চট্টগ্রাম জজ কোর্টের জিপি, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বঙ্গবন্ধু ‘ল’ টেম্পল এর অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
অ্যাডভোকেট এ এম আনোয়ারুল কবীর স্যার গত ৩ জুন ২০২৪, সোমবার সন্ধ্যা সাড়ে ০৬ টায় ঢাকায় গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গত ০৪ জুন মঙ্গলবার বাদ জোহর ঢাকার কলাবাগান ডলফিন গলি জামে মসজিদে ১ম নামাজে জানাজা, ৬ জুন বৃহস্পতিবার কোর্ট হিল জামে মসজিদে বাদ জোহর ২য় নামাজে জানাজা এবং একইদিন বাদ আছর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে ৩য় নামাজে জানাজা শেষে তাকে চট্টগ্রাম নগরীর চৈতন্য গলি কবরস্থানে তার পিতার পাশে দাফন করা হয়।

@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

আরও পড়ুন:  রেমালে ৩৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *