সন্দ্বীপের বিশিষ্ট ব্যক্তিবর্গের স্মরণ শোক সভা ও দোয়া মাহফিল

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিশিষ্ট ব্যক্তি বর্গের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম, ঢাকার আয়োজনে এই শোক সভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আক্তার।  সঞ্চালনা করেন ড. প্রশান্ত ব্যানার্জি। শোক সভার আহ্বায়ক ছিলেন প্রফেসর দিদারুল আলম।

অনুষ্ঠানে প্রয়াত ব্যক্তি বর্গের স্মরণে বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন খাদেম, সাবেক অতিরিক্ত সচিব তপন বণিক, সংগঠনের উপদেষ্টা আলী হায়দার চৌধুরী বাবলু, সহ-সভাপতি সালেহা বেগম, সহ-সভাপতি শামসুল কবির খান, মোস্তানদের বিল্লাহ, প্রফেসর রফিকুর রহমান, অধ্যাপিকা সেলিনা বেগম, ইঞ্জিনিয়ার তামজিদুর রহমান, কাজী আলমগীর, কামাল পাশা প্রমুখ।

প্রয়াত ডা. এ কে আজাদ এর জীবনী পড়ে শুনান  ড. আক্তার হোসেন, রুহুল মতিনের জীবনী পড়েন তাঁর কন্যা সায়েরা মতিন, বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট আনোয়ারুল কবিরের জীবনী পড়েন এস এম যাহিদুল আলম সুমন। এভাবে পর্যায়ক্রমে ১৬ জন ব্যক্তিবর্গের জীবনী সকলের সামনে পাঠ করা হয়।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সরোয়ার জাহান জামিল, এস এম যাহিদুল আলম সুমন, জিটিভির হেড অব নিউজ ইকবাল করিম নিশান, শওকত আলী, মিজানুর রহমান, নুরুল আক্তার মিলাদ, সাংবাদিক কাজী ইফতেখারুল আলম তারেক প্রমুখ।

আরও পড়ুন:  ২৬ মে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

 

@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *