বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট আনোয়ারুল কবির আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট আনোয়ারুল কবির আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ মে) সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

প্রথিতযশা এই আইনজীবী বাড়ি সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নে। তিনি সাউথ সন্দ্বীপ হাই স্কুল এর ১৯৫৭ সালের কৃতিছাত্র ছিলেন। তিনি ব্যক্তি জীবনে একজন সজ্জন ব্যক্তিত্ব হিসেবে সমাধিক পরিচিত।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল ৪ জুন বাদ জোহর রাজধানির কলাবাগান ডলফিন গলির জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ওনার একমাত্র ছেলে কানাডা থেকে আসার পর চট্টগ্রামে দাফন করা হবে।

উল্লেখ্য, তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বঙ্গবন্ধু ল’ টেম্পলের অধ্যক্ষ, চট্টগ্রামের সাবেক জেলা জিপি ছিলেন।

আরও পড়ুন:  কবি নীলাঞ্জন বিদ্যুৎ এর জন্মদিন আজ

তিনি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

 

@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *