Skip to content
মালয়েশিয়া যাবে সন্ধ্যায় বিমানের বিশেষ ফ্লাইট

মালয়েশিয়া যাবে সন্ধ্যায় বিমানের বিশেষ ফ্লাইট

১ জুন বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুক্রবার (৩১ মে) বিমানের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. আল মাসুদ খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এদিন থেকে আর কোনো শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। এ অবস্থার প্রেক্ষিতে প্রবাসী কর্মীদের মালয়েশিয়ায় পাঠাতে ঢাকা-কুয়ালালামপুর রুটে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (৩১ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমানবন্দর ছেড়ে যাবে ফ্লাইটটি।

জানা গেছে, যারা সরকারিভাবে মালয়েশিয়ায় ওয়ার্কার ভিসা (কর্মী ভিসা) পেয়েছেন তাদের এ বছরের ৩১ মে’র মধ্যে প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে দেশটির সরকার। এ বিষয়ে গত ১৬ মে পত্রিকায় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সবাইকে জানালেও বাংলাদেশে অবস্থানরত অনেক প্রবাসী কর্মী বিষয়টি জানতেন না। পরে ২০ মে’র পর বিষয়টি জানাজানি হলে মালয়েশিয়ায় যাওয়ার তাড়াহুড়ো পড়ে যাওয়ায় ফ্লাইট সংকট দেখা যায়। ফলে অনেক প্রবাসীর মালয়েশিয়া যাওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়।

আরও পড়ুন:  রূপপুরে আরও দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট চায় বাংলাদেশ

তিনি বলেন, আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে একটি বিশেষ অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। ওই ফ্লাইটে মোট ২৭১ জন যাত্রী পরিবহন করার কথা রয়েছে।

তিনি আরও বলেন, ফ্লাইটটির যাত্রীদের নামের তালিকা, পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় অঙ্গীকারনামা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বায়রা প্রতিনিধি বিমানের মতিঝিল অফিসে পাঠাবে। ওই তালিকা অনুসারে বিমানের মতিঝিল অফিস থেকে নগদ অর্থে বিশেষ ফ্লাইটের টিকেট কিনতে পারবেন বায়রা প্রতিনিধি।

এদিকে কর্মী ভিসায় মালয়েশিয়া প্রবেশে আজ শেষদিন হওয়ায় বিমানবন্দরে যাত্রীদের চাপ বেড়েছে। এদিন সকাল থেকেই উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে যাত্রীদের মধ্যে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকে এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে মালয়েশিয়ায়গামী ৩টি ফ্লাইট। রাত পর্যন্ত ছেড়ে যাবে আরও ৪টি। এসব ফ্লাইটে যেতে পারবেন দেড় হাজার কর্মী।

আরও পড়ুন:  নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ

উল্লেখ্য, মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুসারে ৩১ মে’র পর বাংলা‌দেশসহ ১৫‌টি দেশ থে‌কে কোনো কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গত জানুয়ারি মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ছাড়া বাকি ১৪ দেশগুলো হলো থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, ভারত ও ইন্দোনেশিয়া

@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল ও সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশন এর মুখপত্র
প্রকাশক ও সম্পাদকের উপদেষ্টা- ড. সালেহা কাদের
সম্পাদক- কাজী ইফতেখারুল আলম তারেক
ঠিকানা-: বাসা-৭, রোড – ৪, ব্লক– এ , সেকশন – ৬, মিরপুর, ঢাকা- ১২১৬.
ফোন- ০১৬৭৮৭৬৫৯৬৫
ওয়েবসাইট-https://dakdiyejai.news