১২ ক্যাটারি ওমানে চালু হলো বাংলাদেশিদের ভিসা
ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য প্রথম পর্যায়ে ১২ ক্যাটারির ভিসা খুলে দিয়েছে। এর মধ্যে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্সদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, একাউন্টেন্ট, ইনভেস্টর ভিসা, অফিশিয়াল ভিসা, বিশেষায়িত কর্মী ভিসা রয়েছে।
আজ সরকারি সফরে আসা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের সঙ্গে আজ সকালে ওমান সরকারের উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যেই ভিসা প্রসেস শুরুও হয়ে গেছে।
সকল বাংলাদেশিদের পক্ষে কৃতজ্ঞতা জানাচ্ছি ওমান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি, কৃতজ্ঞতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মহাদয়ের প্রতি। কৃতজ্ঞতা ওমান সরকারের প্রতি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের প্রতি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশসের সভাপতি মাহতাবুর রহমান সিআইপি সাহেবের প্রতি, ধন্যবাদ বাংলাদেশে নিযুক্ত ওমানের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বুলুশি ও ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানাব মোঃ নাজমুল ইসলাম সাহেব সহ দূতাবাসের কর্মকর্তাদের প্রতি।

ভিসা প্রসঙ্গে ওমানের সাথে বিভিন্ন পর্যায়ে বুধবার দিনব্যাপী আলোচনা চালায় বাংলাদেশ। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নিয়োগকর্তা ও এজেন্সি পরিচালকদের সাথে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বৃহস্পতিবারের মধ্যেই ওমানে ভিসা চালুর বিষয়ে সুখবরের নিশ্চয়তা দেন মন্ত্রী। বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

আরও পড়ুন:  টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ, ভাঙল ৭৬ বছরের রেকর্ড

সুখবর! ওমানে চালু হলো বাংলাদেশিদের ভিসা

মন্ত্রী বলেন, প্রয়োজনে কোরিয়ার মত মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশ ও ওমানের জন্য ডেডিকেটেড ট্রেনিং সেন্টার চালু করা হবে। তবুও বিদেশে দক্ষকর্মী পাঠানোর প্রক্রিয়া সচল রাখতে চায় সরকার। বৃহস্পতিবার ওমানের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে ভিসার বিষয়ে আরও বিস্তারিত আলাপ হওয়ার কথা রয়েছে।

সুখবর! ওমানে চালু হলো বাংলাদেশিদের ভিসা

এর আগে মঙ্গলবার ওমানের শ্রমবাজারে বাংলাদেশিদের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলাপ করতে ওমান যান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এসময় ওয়ার্ল্ড এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম সমিতি, বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান-সহ কমিউনিটি ব্যক্তিবর্গ মন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানান। তার সফরকে কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেন ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা। অবশেষে সেই আশা পূর্ণ হতে যাচ্ছে।

 

@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

আরও পড়ুন:  শৈত্যপ্রবাহ ও শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *