ভিসা প্রসঙ্গে ওমানের সাথে বিভিন্ন পর্যায়ে বুধবার দিনব্যাপী আলোচনা চালায় বাংলাদেশ। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নিয়োগকর্তা ও এজেন্সি পরিচালকদের সাথে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বৃহস্পতিবারের মধ্যেই ওমানে ভিসা চালুর বিষয়ে সুখবরের নিশ্চয়তা দেন মন্ত্রী। বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।
মন্ত্রী বলেন, প্রয়োজনে কোরিয়ার মত মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশ ও ওমানের জন্য ডেডিকেটেড ট্রেনিং সেন্টার চালু করা হবে। তবুও বিদেশে দক্ষকর্মী পাঠানোর প্রক্রিয়া সচল রাখতে চায় সরকার। বৃহস্পতিবার ওমানের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে ভিসার বিষয়ে আরও বিস্তারিত আলাপ হওয়ার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার ওমানের শ্রমবাজারে বাংলাদেশিদের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলাপ করতে ওমান যান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এসময় ওয়ার্ল্ড এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম সমিতি, বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান-সহ কমিউনিটি ব্যক্তিবর্গ মন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানান। তার সফরকে কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেন ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা। অবশেষে সেই আশা পূর্ণ হতে যাচ্ছে।