নতুন আইন জারী ওমান শ্রম মন্ত্রণালয়ে

নতুন আইন জারী ওমান শ্রম মন্ত্রণালয়ে

ওমানে থাকা প্রবাসী ও শ্রমিকদের শারীরিক স্বাস্থ্য বিবেচনায় কাজ বিষয়ক নতুন আইন জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সিদ্ধান্ত মোতাবেক বেঁধে দেওয়া সময়ে ‘নির্মাণ কাঠামো এবং খোলা স্থানে’ শ্রমিকদের দিয়ে সকল কাজ করানো নিষিদ্ধ।

মন্ত্রণালয়ের অনলাইনে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, জুন থেকে শুরু হয়ে আগামী আগস্ট পর্যন্ত দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত কড়া রোদের মধ্যে কোনো কাজকর্ম করা যাবেনা।

ওমানে দিনকে দিন যখন দিনের তাপমাত্রা বাড়ছে তখন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। নতুন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি। পরবর্তী ৩ মাস এই আইন কার্যকর থাকবে।

নিয়মের ব্যত্যয় ঘটলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নতুন এই পদক্ষেপ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন:  ১৭ বছর পর খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল

যদিও আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় এই আইন বেশ পুরনো। প্রতি বছরের তীব্র গরমের সময়টায় সতর্কতামূলকভাবে কাজের সময়ের উপর বিধিনিষেধ আরোপ করা হয়।

সম্প্রতি কুয়েতও সিদ্ধান্ত নেয়, জুন থেকে শুরু হয়ে পরবর্তী তিন মাস দুপুর ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কেউ কাজ করতে পারবেন না। স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা আগামী ৩ মাস মাঠপর্যায়ে বিষয়টি নজরদারি করবেন।

 

@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *