ওমানে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ

ওমানে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ

ওমানে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে রয়্যাল ওমান পুলিশ। আইন লঙ্ঘনের দায়ে রয়্যাল ওমান পুলিশ অন্তত ৫৫ বিদেশিকে গ্রেপ্তার করেছে।

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিদেশিদের গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করে রয়্যাল ওমান পুলিশ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ওমান পুলিশ জানায়, দেশব্যাপী বিদেশি শ্রম ও আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ৫৫ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও বলেছে, সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে আল দাহিরাহ ও আল দাখিলিয়াহ প্রদেশের পুলিশ সদস্যরা স্পেশাল টাস্ক ইউনিটের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করেছে।

আরও পড়ুন:  ওমরাহ পালনকারীদের সুখবর দিল মক্কা নগরী কর্তৃপক্ষ

ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ওমান

এ সময় আল দাহিরাহ প্রদেশে অভিযানে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের ১২ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ওই প্রদেশের বিভিন্ন খামারে কর্মরত ছিলেন।

এদিকে, আল দাখিলিয়া প্রদেশে অভিযান চালিয়ে এশিয়ার বিভিন্ন দেশের ২৫ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারকৃতরা কোন দেশের নাগরিক সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেয়নি দেশটির কর্তৃপক্ষ। এছাড়া তাদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক আছেন কি না তাও জানা যায়নি।

এদিকে দেশটির সংবাদমাধ্যম জানায়, পৃথক অভিযানে উত্তর আল বাতিনাহ প্রদেশের পুলিশ নৌকায় করে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টার সময় এশিয়ার কয়েকটি দেশের ১৮ নাগরিককে গ্রেপ্তার করেছে।

এ সময় অবৈধভাবে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকারীদের বহনকারী নৌকাও জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে রয়্যাল ওমান পুলিশ নিশ্চিত করেছে।

আরও পড়ুন:  দুআ কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত

@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *