বাংলাদেশি রেমিট্যান্সধারী ৫১ প্রবাসী রেমিট্যান্স অ্যাওয়ার্ড

পৃথিবীর অন্য দেশকে পেছনে ফেলে সর্বোচ্চ রেমিট্যান্সধারী হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ৫১ জন প্রবাসী বাংলাদেশিকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয়েছে রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩ সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে (শনিবার ২৫ মে)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জাসাল হেসেন, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির।

দুবাইয়ে বাংলাদেশের কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানান, বিগত অর্থ বছরে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো হয়েছে প্রায় তিন বিলিয়ন ডলারেরও বেশি। আগামী অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ চার বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতা বজায় রাখতে আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশীদের মান সম্মানবৃদ্ধি পেয়েছে। আমরা আজেকে ওয়াদাবদ্ব হতে হবে যে আমরা বৈধপথে দেশে টাকা প্রেরণ করবো মান সম্মান গ্রহণ করবো এবং সম্মানের অধিকারী হবো। বৈধপথে টাকা প্রেরণ করলে প্রত্যেক স্তরে সম্মানিত হবো। এবং তিনি সকল প্রবাসীকে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জোরালো আহবান জানান।

আরও পড়ুন:  ‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই

এ ধরনের অনুষ্ঠানে মাধ্যমে প্রবাসীদের উৎসাহ দেয়ায় আগের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। তবে রেমিট্যান্স পাঠানোর পদ্ধতি আরও সহজ করতে পারলে বৈধ পথে টাকা পাঠাতে প্রবাসীরা আরও দ্বিগুণ উৎসাহিত হবে।

এবারের আয়োজনে বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারী ৫১ জন প্রবাসী বাংলাদেশিকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন নিম্ন বেতনধারী, উচ্চ বেতনধারী, প্রবাসী ব্যবসায়ী, পেশাজীবী, কর্মজীবী নারী, নারী উদ্যোক্তা ও প্রবাসী সাংবাদিক। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে নির্বাচিত ৭৫ জন সিআইপিকে এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০২২ সালে প্রথমবারের মত বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার জন্য দুবাই বাংলাদেশ কনস্যুলেট সাধারণ প্রবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেয়ার উদ্যোগ নেয়।

আরও পড়ুন:  দেশে আনা হয়েছে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া দুজনকে

@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *