মোস্তাফিজের রেকর্ড টি-টোয়েন্টিতে

৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ১০ রানে ৬ উইকেট নেন কাটার মাস্টার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ম্যাচে ৬ উইকেট পেলেন বাংলাদেশের কোনো ক্রিকেটার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য বোলিং করে রেকর্ড গড়লেন মোস্তাফিজুর রহমান। 

এর আগে ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি ১৩ রানে ৫ উইকেট শিকারে করেছিলেন। সেটাই ছিল টি-টোয়েন্টিতে বাংলাদেশের আগের সেরা বোলিং।

সব মিলিয়ে এই সংস্করণে সেরা বোলিংয়ের তালিকায় মোস্তাফিজের অবস্থান সপ্তম। গত বছর চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়ে সবার ওপরে আছেন মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুস।

টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার ৫ বা এর বেশি উইকেট পেলেন মোস্তাফিজ। এই কীর্তি গড়া দ্বিতীয় বাংলাদেশি বোলার তিনি। প্রথম জন সাকিব আল হাসান।

আরও পড়ুন:  ফের ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশের লাঠিপেটা

শনিবার টেক্সাসের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে এসেই কোনো রান খরচ না করে শায়ান জাহাঙ্গীরকে ফেরান মোস্তাফিজ। এরপর ১০ম ওভারে অফ কাটারে ফেরান নীতিশ কুমারকে।

১৮তম ওভারে মাত্র ৫ রান দিয়ে দুটি উইকেট নেন মোস্তাফিজ। তৃতীয় বলে বোল্ড করেন শ্যাডলি ফন স্কালকয়েককে। ওভারের পঞ্চম বলে আউট করেন কোরি অ্যান্ডারসনকে।

ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে মোস্তাফিজের অসাধারণ ইয়র্কারে বোল্ড হন জাসদিপ সিং। ইনিংসের একিবারে শেষ বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন নিসার্গ প্যাটেল।

মোস্তাফিজ এদিন ৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ১০ রানে ৬ উইকেট শিকার করেন

 

@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *