তেহরানে রাইসি’র জানাজায় শোকার্ত মানুষের ঢল

ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তাঁর সফরসঙ্গীদের জানাজায় অংশগ্রহণে বুধবার তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল নেমেছে। 

রাইসির প্রতিকৃতি হাতে নিয়ে নগরীর কেন্দ্রস্থলে এবং তেহরান বিশ্ববিদ্যালয় ও এর তার আশপাশে জড়ো হয়েছেন তারা।

সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত রাইসি এবং তার সঙ্গীদের জন্য প্রার্থনার নেতৃত্ব দিবেন।

এরপর আগামীকাল বৃহস্পতিবার রাইসির মরদেহ উত্তর-পূর্বে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে দাফন করা হবে।  যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন। মাশহাদে আয়োজকরা বলেছেন যে, তারা পবিত্র শহরে রাইসির জন্য বৃহস্পতিবার একটি “গৌরবময়” দাফনের পরিকল্পনা করছেন।

এর আগে মঙ্গলবার উত্তর-পশ্চিমাঞ্চলের শহর তাবরিজে রাইসির নামাজে জানায় অংশ নেয় লাখো মানুষ। ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন প্রান্ত থেকে পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরিজে জড়ো হতে থাকেন শোকার্ত ইরানবাসি।  উদ্দেশ্য, তাদের প্রিয় নেতা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শেষ শ্রদ্ধা জানানো।

আরও পড়ুন:  ছড়িয়ে পড়ছে করোনার নতুন উপধরণ জেএন- ওয়ান

শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইমামতিতে জানাজায় অংশ নেন লক্ষাধিক মানুষ। একে একে সম্পন্ন হয় বাকি ৮ আরোহীর জানাজা।

আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে রোববার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে রাতে বিধ্বস্ত হেলিকপ্টার ও প্রেসিডেন্ট রাইসির সন্ধান পাওয়া সম্ভব হয়নি। পরের দিন সকালে হেলিকপ্টারের অবস্থান শনাক্তের পর ইরান জানায়, প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ানসহ তাদের সফরসঙ্গীরা নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *