সিরিজের তিনটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি। নির্ধারিত ফি পরিশোধ করে অনলাইনে ম্যাচ দেখা যাবে ওটিটি প্লাটফর্ম টফির ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে। এছাড়া ম্যাচটির সর্বশেষ খবরাখবর ভেন্যু থেকে সরবরাহ করবে বিডিক্রিকটাইম।
বজ্রঝড়ে হিউস্টন শহর অগোছালো হওয়ার পর প্রথমে সংশয় ছিল সিরিজ মাঠে গড়ানো নিয়ে। সেই শঙ্কা যখন দূর হলো, তখন দুশ্চিন্তা- খেলা দেখা যাবে তো? অবশেষে দূর হলো সব শঙ্কা। যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের তিনটি টি-টোয়েন্টি দেখা যাবে টিভি ও অনলাইন দুই মাধ্যমেই।
মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার প্রথম ম্যাচ। ২৩ ও ২৫ মে সিরিজের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে একই সময়ে। তিন ম্যাচেরই ভেন্যু প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স।
একনজরে দুই দলের স্কোয়াড
যুক্তরাষ্ট্র : মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, আন্ড্রিস গুজ, নিতিশ কুমার, শায়ান জাহাঙ্গীর, স্টিভেন টেলর, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, শ্যাডলি ভন স্কলকিক, আলী খান, জেসি সিং, নসথুশ কেনজিগ, সৌরভ নেত্রভালকার।
বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।