রেড ক্রিসেন্ট : পরিস্থিতি ভালো নয়

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট।

তবে বিস্তারিত কিছু না জানালেও পরিস্থিতি ভালো নয় বলে জানিয়েছেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) প্রেসিডেন্ট পীর-হোসেন কোলিভান্দ। সোমবার ভোরে এ তথ্য জানিয়েছেন.

ইরনার খবরে বলা হয়, পীর-হোসেন কোলিভান্দ সোমবার সকালে ঘোষণা দিয়ে বলেছেন যে দলগুলো বিধ্বস্ত কপ্টারটির ধ্বংসাবশেষের কাছে পৌঁছেছে।  উন্নত এবং বিশেষ সরঞ্জাম সহ ৭৩টি উদ্ধারকারী দল তাওয়াল গ্রামে হেলিকপ্টারের অনুসন্ধান এলাকায় উপস্থিত রয়েছে। তবে সেখানকার পরিস্তিতি ভালো নয়।

পীর-হোসেন কোলিভান্দ বলেন, রেড ক্রিসেন্ট উদ্ধারকারী দলগুলো হেলিকপ্টারটির সম্ভাব্য অবতরণ স্থানের দিকে অগ্রসর হচ্ছে।  সেখানে আকিনজি নামে তুরস্কের উচ্চ ক্ষমতাসম্পন্ন মানববিহীন আকাশযান একটি বিধ্বস্ত স্থান সনাক্ত করেছে যেটি সম্ভবত হেলিকপ্টারটি ধ্বংসাবশেষ বলে মনে হচ্ছে।

আরও পড়ুন:  সন্ধান মিলেছে ইরানের প্রেসিডেন্ট বহনকারী হেলিকপ্টার

ইরানের রেভল্যুশন গার্ডস কর্পসের একজন কমান্ডার নিশ্চিত করেছেন যে, তাপের উৎস সনাক্ত করাকে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ বলে মনে করা হচ্ছে।

@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

#dakdiyejai.news   #ডাকদিয়েযাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *