সন্তুষ্ট কোচ হেম্প: ব্যাটারদের ভালো অনুশীলনেই

ওপেনার লিটন দাস রান পাচ্ছেন না। তার বিশ্বকাপ দলে থাকা নিয়েই প্রশ্ন উঠেছে। অধিনায়ক নাজমুল শান্তর রান না পাওয়া টিম ম্যানেজমেন্টের জন্য আরও দুশ্চিন্তার। ভক্তদের রোষানলে তিনি। ডানহাতি-বাঁহাতি সমন্বয়ের কারণে তাওহীদ হৃদয়ের ব্যাটিং অর্ডারে পরিবর্তন দেখা গেছে। 

ভারতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের টি-২০ বিশ্বকাপেও আগেও ব্যাটিং বিভাগ নিয়ে দুশ্চিন্তা কাটছে না। এর আগে সংযুক্ত আরব আমিরাত কিংবা অস্ট্রেলিয়া বিশ্বকাপেও ব্যাটিংয়ে ভালো করেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে এই ব্যাটিং ব্যর্থতার মধ্যেও ব্যাটাররা অনুশীলনে ভালো করায় সন্তুষ্ট কোচ ডেভিড হেম্প। অনুশীলনে ভালো করায় মূল আসরে শান্ত-লিটন ভালো করবেন বলেও বিশ্বাস তার। ক্রীকবাজকে এক সাক্ষাৎকার এমনটাই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:  যে সব আসনে নির্ভার নৌকার প্রার্থীরা

অধিনায়ক শান্তর ফর্ম নিয়ে চিন্তিত কিনা এমন প্রশ্নে হেম্প বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি চিন্তিত না। সে খুব ভালো অনুশীলন করছে, বলে ভালো হিট করছে। সে তার কাজ নিয়ে পরিষ্কার ধারণা রাখে, অনুশীলনে তা বাস্তবায়নের চেষ্টা করছে। টুর্নামেন্টের মধ্যে সে ঘুরে দাঁড়াবে।’

লিটন সেরা ছন্দ থেকে এক ভালো ইনিংস দূরত্বে বলেও মন্তব্য করেছেন তিনি, ‘সেও ভালো অনুশীলন করছে, নিজের খেলা নিয়ে কাজ করছে। নেটে তাকে খেলতে ভালো দেখাচ্ছে। আমি জানি, নেটের অনুশীলন আর ক্রিজে দাঁড়িয়ে খেলা এক নয়। আমরা চাই, আমাদের ব্যাটাররা টুর্নামেন্টের শুরু থেকে রান করুন। কিন্তু চাওয়া মতো সবকিছু হয় না। আমি বলবো, লিটন ধারাবাহিক রান পাওয়া থেকে একটা ভালো ইনিংস দূরত্বে।’

আরও পড়ুন:  জাতি গঠনের প্রধান বাহন শিক্ষা: প্রধান উপদেষ্টা

হৃদয়ের ব্যাটিং অর্ডার এদিক-ওদিক করা নিয়ে হেম্প বলেন, ‘এটা ওই খেলোয়াড়ের ওপর নির্ভর করে। কিছু ব্যাটার আছে অর্ডার নিয়ে চিন্তা করে না। আমার মতে, এটা দলের চাওয়ার ওপর নির্ভর করে। অর্ডার নির্দিষ্ট হওয়া ভালো। তবে দলের প্রয়োজনে এটা এদিক-ওদিক হলে সমস্যা নেই।’

    টি-২০ বিশ্বকাপ-২০২৪ লিটন দাস  নাজমুল হোসেন শান্ত

    @dakdiyejai.news  @ডাকদিয়েযাই #dakdiyejai.news   #ডাকদিয়েযাই

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *