এবার আইসিসি থেকে সুখবর পেয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। টি-২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠে সর্বশেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে বাংলাদেশ। এরই মধ্যে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

এবার আইসিসি থেকে সুখবর পেয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। টি-২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠে সর্বশেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে বাংলাদেশ। এরই মধ্যে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা

চলমান সিরিজে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে ২ ও তৃতীয় ম্যাচে ১ উইকেট নিয়েছেন। তিন ম্যাচে ৬ উইকেট পাওয়া তাসকিন আইসিসি টি-২০ বোলারদের নতুন র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন।

বল হাতে বেশ কৃপণ ছিলেন মাহেদী। হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন তিনি, ৫৮৯ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২২ নম্বরে। ব্যাট হাতে জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত সেরা পারফর্মার হৃদয়। ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। সিরিজের প্রথম দুই ম্যাচে অপরাজিত ছিলেন ৩৩ ও ৩৭ রানে।

আরও পড়ুন:  কোরিয়া বাংলাদেশের উন্নয়ন অংশীদার হয়ে উঠেছে: প্রধানমন্ত্রী

তাসকিনের রেটিং পয়েন্ট ৫৭২, যা তার ক্যারিয়ার সর্বোচ্চ। এই পেসার উঠে এসেছেন র‍্যাঙ্কিংয়ের ২৬ নম্বরে। দারুণ পারফর্ম করে এগিয়েছেন স্পিনার মাহেদী হাসান ও ব্যাটসম্যান তাওহীদ হৃদয়ও। অফ স্পিনার মাহেদী ২ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৩টি।

তৃতীয় টি-২০তে দারুণ ব্যাটিংয়ে ফিফটি হাঁকান হৃদয়। দুর্দান্ত ব্যাটিংয়ে ২৬ ধাপ এগিয়ে প্রথমবারের মতো ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে একশোর মধ্যে এসেছেন হৃদয়, আছেন ৯০ নম্বরে। এছাড়া দুই ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ এখন ৮১ নম্বরে আছেন। বাকিদের অবস্থান অপরিবর্তিত আছে।

= https://dakdiyejai.news =

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *