ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশিদের উপস্থিতি আশঙ্কাজনকহারে কমতে শুরু করেছে। দেশটির পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে ওমানে পা রেখেছেন কেবল ১৪ হাজার ৪৬৯ জন বাংলাদেশি।
বিপরীতে ওমান ছেড়ে গেছেন ২০ হাজার ৯০৯ জন প্রবাসী বাংলাদেশি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে ওমানে যতজন বাংলাদেশি ঢুকছেন তার চেয়ে বেশি দেশটি ছেড়ে যাচ্ছেন। ৩১ অক্টোবর ভিসা বন্ধের পর থেকে প্রথম তিন মাসে প্রায় ২০ শতাংশ কম বাংলাদেশি ওমান গেছেন। সময়ের ব্যবধানে এই সংখ্যা আরও কমছে।