অপহৃত ১০ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে আরকান আর্মি

দেশের অভ্যন্তরে নাফ নদীতে মাছ শিকাররত ১০ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মি। তবে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাদের ছেড়ে দেন অপহরণকারীরা।

এদিন রাত ৯টার দিকে অপহরণের শিকার জেলেরা স্ব-স্ব বাড়ীতে ফিরে গেছেন বলে জানান উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।

এর আগে বুধবার (১ মে) সকালে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে নাফ নদীতে মাছ ধরতে গেলে অপহরণের ঘটনাটি ঘটে।

অপহৃতরা হলো, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জানে আলম, আবদুর রহিম, আনোয়ারুল ইসলাম, সাইফুল ইসলাম, আইয়ুবুল ইসলাম, শাহীন, আবদুর রহিম প্রকাশ, আবদুর রহমান, পুটিবনিয়া এলাকার ওসমান গণি ও আবুল হাশিম।

আরও পড়ুন:  ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানবীর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণের শিকার জেলেরা নিজ নিজ বাড়ীতে ফিরে গেছেন। তারা সবাই সুস্থ আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *