রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়ে গেলো ২য় জাতীয় বন জরিপ সম্পর্কে অবহিতকরণ সভা। মঙ্গলবার সকাল ১০ ঘটিকায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পর্যটন হলিডে কমপ্লেক্স এ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সহায়তায় এবং SUFAL (Sustainable Forests and Livelihoods) প্রজেক্টের অর্থায়নে এই সভা আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দীপংকর তালুকদার (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, অংসুইপ্রু চৌধুরী , জেলা পুলিশ সুপার, মীর আবু তওহিদ,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য, নিলো কুমার তঞ্চগ্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নাসরিন সুলতানা সহ রাঙ্গামাটি জোন কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী। অনুষ্টানটির সভাপতিত্ব করেন মোহাম্মদ মিজানুর রহমান, বন সংরক্ষক, রাঙ্গামাটি সার্কেল, বাংলাদেশ বন বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি দীপংকর তালুকদার (এমপি) বলেন, ❝ জরিপের এই কাজটি খুবই কঠিন ও সময়সাপেক্ষ একটি কাজ। দেশের বিভিন্নপ্রান্তের উদাহরণ যদি আমরা নিই,তাহলে দেখা যাবে সেখানেও নানান ছোটোবড় রাজনৈতিক বা সামাজিক সমস্যার সৃষ্টি হয়, এবং পরবর্তীতে এই সমস্যা মোকাবেলায় সকলে একমত হয়ে সমাধানের চেষ্টা করে। তাই আমাদের এলাকার মানুষের উপকারের জন্য, মঙ্গলের জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেখানেও আমাদের একমত হতে হবে❞।
অনুষ্ঠানে প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন করেন FAO বাংলাদেশের জাতীয় পরামর্শদাতা ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. নিখিল চাকমা।তিনি বলেন, ❝ বাংলাদেশে বন জরিপ আঞ্চলিক ও জাতীয় দুই পর্যায়ে হয়ে থাকে। বাংলাদেশের অভ্যন্তরে কি পরিমাণ বন আছে তা জানার জন্য সরকারি ও বেসরকারিভাবে প্রায় ৪০ টি সংস্থা জড়িত। এই জরিপের প্রধান লক্ষ্য হলো বৃক্ষ,বন এবং বনজ সম্পদের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা, বৃক্ষ ও মানুষের মধ্যে বিদ্যমান সম্পর্ক মূল্যায়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং জরিপ হতে প্রাপ্ত নানান তথ্য বনবিভাগকে দিতে পারা। FAO এর কারিগরি সহায়তায় এবং World Bank এর অর্থায়নে SUFAL প্রোজেক্ট এর মাধ্যমে এ জরিপ পরিচালিত হচ্ছে। জীববৈচিত্র্য সংরক্ষণ, পতিত ভূমিতে বনায়নসহ নানা কাজে এই জরিপ পাহাড়ের উপকারে আসবে ❞।
প্রায় তিন ঘন্টার এই আলোচনা অনুষ্ঠান দুপুরে মধ্যাহ্নভোজ এর মধ্য দিয়ে সমাপ্ত হয়।