মইনুল আসিফ : আগামী ১৩ এপ্রিল নোয়াখালী বাংলা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে| নোয়াখালীর দক্ষিণাঞ্চলের অত্যন্ত খ্যাতনামা প্রতিষ্ঠান এটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন মেয়র শহীদুল্লাহ খান সোহেল ,নোয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন|
বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিককে আহবায়ক করে পূর্ণমিলনে বাস্তবায়নের কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সহ অন্যান্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে|
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দীন এই বিষয়ে সকলকে সর্বোচ্চ সহযোগিতা করে অনুষ্ঠানকে সফল করার জন্য আহ্বান জানিয়েছেন|একটি পুনর্মিলন অনুষ্ঠান হলে বিগত সময়ের অনেক শিক্ষক-বন্ধুদের খুঁজে পাওয়ার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্কের উন্নয়ন ঘটার সুযোগ তৈরি হয়। প্রাক্তন শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার দাবার কনসার্ট বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে |