আগামী ৯ মে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শুক্রবার তুর্কি নিরাপত্তা কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
২০২০ সালে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম ওয়াশিংটনে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোগানের পরিকল্পিত ওয়াশিংটন সফর এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।