রাবিপ্রবিতে এফএমআরটি বিভাগের দুই বছর পূর্তি উদ্‌যাপন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি ও এফএমআরটি বিভাগের চেয়ারম্যান উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমার উপস্থিতিতে কাপ্তাই লেকের মায়াবী দ্বীপ নামক স্থানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানের আয়োজক ছিল এফএমআরটি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখার মাধ্যমে পুরো অনুষ্ঠান জমে ওঠে। এসময় শিক্ষার্থীরা তাদের আবেগ, অনুভূতি, প্রাপ্তি, প্রত্যাশা, চাওয়া পাওয়া এবং অভিজ্ঞতা নিয়ে কথা বলেন বিভাগীয় প্রধানের সাথে।
গতকাল আয়োজন উপলক্ষ্যে বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য মহোদয়। এসময় তিনি ডিপার্টমেন্টকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি তার সময়ে করা নানা কাজের বিবরণী সবার সামনে তুলে ধরেন। বিভাগের ল্যাব সংকট, শিক্ষক সমস্যা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়েও তিনি সবাইকে অবহিত করেন।
মায়াবী দ্বীপের উপভোগ্য চাঁদ ও উপ-উপাচার্যের গানের মূর্ছনার মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *