মাকে হারিয়ে দিশেহারা পূজা চেরী

চিত্রনায়িকা পূজা চেরীর মা ঝর্ণা রায় মারা গেছেন। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন পূজা চেরির মা। ডায়াবেটিসের রোগী ছিলেন তিনি। বেশ কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বাসাতেই চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা চলছিল। কিন্তু রোববার সকাল পৌনে ১১টার দিকে মারা যান তিনি। 

মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন পূজা চেরি। কারণ, পূজার শোবিজ জগতে পথচলায় ছায়ার মতো থেকে ছিলেন তার মা। সেই মাকে হারিয়ে স্তব্ধ, দিশেহারা পূজা। বাকরুদ্ধ এই নায়িকা নিজের বুকফাটা কষ্টের কথা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে

নিজের ফেসবুক আইডিতে অ্যাম্বুলেন্সের ছবি পোস্ট করে পূজা লিখেছেন, ‘এভাবে আমাকে একা করে দিলা মামুনি? এইটা তো কথা ছিল না। তুমি না বলছিলা আমার পাশে সবসময় থাকবা। আমার এখন কী হবে? আমি কাকে আমার সব কথা বলব মামুনি? কত কথা জমা হয়ে আছে; ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলব। কিন্তু এইটা কী হলো?’

আরও পড়ুন:  নির্বাচনের ফল জানাতে কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করবে পিটিআই নেতৃত্ব

মায়ের উদ্দেশে প্রশ্ন ছুড়ে নায়িকা লেখেন, ‘তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না? বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারা জীবন পার করব? বলো তুমি? মা, মাগো, পারলে আমাকে মাফ করে দিও মা। একমাত্র তুমি ছিলে, যার সঙ্গে হাসতাম, রাগ হলে চিৎকার করতাম, আবার অন্যের রাগও তোমার ওপর ঝাড়তাম। আহ, তখন কী যে শান্তি লাগতো। কিন্তু এখন! মামুনি বলারও কেউ নাই।’

মায়ের শান্তি কামনা করে তিনি লেখেন, ‘নিজেকে এখন সান্ত্বনা দিচ্ছি, সবাইকে চলে যেতে হয়। চিন্তা করো না মামুনি, তোমার কাছে একদিন না একদিন আমিও আসব। তোমার পিছু তোমার এই মেয়ে ছাড়বে না, বলে দিলাম। ভালো থেকো মা আমার।’

আরও পড়ুন:  সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আটক

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *