বাংলাদেশ ও আমি একসঙ্গে বড় হচ্ছি : বিপাশা হায়াত

শিল্পীর ঘরে তাঁর জন্ম। সময়ের সঙ্গে তিনিও হয়ে উঠেছেন শিল্পী। মঞ্চ, টেলিভিশন কিংবা চলচ্চিত্র সব ক্ষেত্রেই পেয়েছেন সাফল্য ও খ্যাতি। বলছি নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াতের কথা। বিপাশা মানেই ছোটপর্দায় বিভিন্ন চরিত্রের দাপুটে অভিনেত্রী। কী মঞ্চ, কী টিভি নাটক অথবা চলচ্চিত্রে– সব ক্ষেত্রেই তাঁর দ্যুতি ছড়ানো প্রতিভা।

তাঁর চিরচেনা প্রাণবন্ত হাসি যেন দর্শকমন ভরিয়ে দেয়। আজ তাঁর জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। বর্তমানে স্বামী ও সন্তানদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বিপাশা। মোবাইল ফোনে জন্মদিন নিয়ে বিপাশা বলেন, ‘১৯৭১ সালের ২৩ মার্চ আমার জন্ম আর বাংলাদেশের জন্ম ২৬ মার্চ। বাংলাদেশ ও আমি একসঙ্গে বড় হচ্ছি। এটি চমৎকার অনুভূতি।’

আরও পড়ুন:  সৌদি আরবের যুদ্ধবিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

বিপাশা আরও বললেন, ‘শুধু জন্মদিন নয়; প্রতিটি দিনই মানুষের জন্য গুরুত্বপূর্ণ ও মূল্যবান। জন্মদিনে মা-বাবাকে সম্মান জানাতে চাই। আমি মনে করি, দিনটি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের দিন। তাদের কারণেই এই পৃথিবীতে আমার অস্তিত্ব। আর যারা আমাকে শুভেচ্ছা জানান, তাদের জন্য আমার ভালোবাসা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *