খাদেমুল ইসলাম : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুরে ৪৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২মার্চ) সন্দ্বীপ থানা পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহিম রাসেল (৩৫) কে আটক করে।
অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, আজ দুপুর প্রায় ১২ টায় সন্দ্বীপ থানা এলাকায় ফোর্সসহ বিশেষ অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ মকবুল আহমদ মাঝির বাড়ির আব্দুর রহিম রাসেলের ঘরে ইয়াবা ক্রয় বিক্রয় চলছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুর রহিম রাসেল কে পকেটে ইয়াবাসহ আটক করে পুলিশ। আটককৃত ইয়াবা কারবারি নিজ হাতে ৪৮ পিস ইয়াবা পুলিশকে বের করে দেয় যার আনুমানিক বাজার মূল্য ১৪ হাজার চারশ টাকা।
গ্রেফতারকৃত আব্দুর রহিম রাসেল (৩৫) মুছাপুর ইউনিয়নের মকবুল আহমদ মাঝির বাড়ির মোঃ রুহুল আমিনের ছেলে।
সন্দ্বীপ থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সাব-ইন্সপেক্টর চয়ন দাশ গুপ্ত মামলাটি তদন্ত করবেন বলে জানিয়েছে সন্দ্বীপ থানা সূত্র।