বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কাদের মিয়ার জন্মদিন আজ। দিবসটি উপলক্ষে তিনি দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।
তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে দিক্ষিত হয়ে ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ বিশ্ব সভায় আলোকিত হয়েছে। আমাদের প্রবাসীদের মুখ উজ্জ্বল হয়েছে। আমার জীবন মানুষের কল্যাণে উৎসর্গ করেছি। আমি সন্দ্বীপের মানুষের জন্য কাজ করার লক্ষে দল মত নির্বিশেষে কাজ করে যাচ্ছি। ‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগানে আমাদের এগিয়ে যাওয়া উচিত। তাই যতদিন বেঁচে আছি রাজনীতিকে মানুষের কল্যাণে কাজ করে যাব।
আব্দুল কাদের মিয়া নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ যুক্তরাষ্ট্রের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩, (সন্দ্বীপ) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এছাড়া তিনি দীর্ঘদিন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এর আগে ডা. ফজলুল হাজেরা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (১৯৯১-৯২) ও গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক(১৯৮৯-৯০) হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।
ছাত্রলীগের পথ বেয়ে আওয়ামী লীগের তৃণমূলের পরীক্ষিত নেতায় পরিণত হয়েছেন। নিউইয়র্কে নির্মাণ ব্যবসায় সফলতার পথে ধাবিত কাদের মিয়া ইতিমধ্যেই ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন এবং এই ফাউন্ডেশনের ব্যানারে দেশ ও প্রবাসের অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, আব্দুল কাদের মিয়া ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। এছাড়া তিনি একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে জনহিতকর কাজের সঙ্গে নিবিড়ভাবে জড়িত রয়েছেন। তাঁর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে।