বৃষ্টিতে আধাঘণ্টা বন্ধ মেট্রোরেল, যাত্রীদের ভোগান্তি

বৃষ্টির মধ্যে ঢাকার মেট্রোরেল আধা ঘণ্টা বন্ধ ছিল। ফলে ইফতারের আগে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হয়। এরপর পৌনে ৫টার দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।    

ওই সময় অফিস শেষে অনেকেই ইফতারের আগে বাসায় ফিরতি চাচ্ছিলেন। ফলে স্টেশনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল। বিকাল ৪টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে শতশত মানুষ ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

দীর্ঘ অপেক্ষার পর অনেক র‌্যাপিড ও এমআরটি পাসধারীদের বের হওয়ার জন্য মেশিন ‘জিরো ব্যালেন্স’ করে দেওয়া হয়। পাশাপাশি যারা সিঙ্গেল ট্রিপের জন্য টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফিরত দেওয়া হয়।

আরও পড়ুন:  কাজী নজরুল ইসলামের সেরা ১২ টি প্রেমের উক্তি

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাস্টমার সার্ভিস অফিসার শরিফ সরদার বলেন, বৃষ্টি হয়েছে, টেকনিক্যাল সমস্যার কারণে ট্রেন কিছুক্ষণ বন্ধ ছিল। বিকাল ৫টা ২০ মিনিটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *