১৫ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার ১৫৮ কোটি টাকা

ফেব্রুয়ারি মাসের চেয়ে পবিত্র রমজান শুরুর মাস মার্চের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় কিছুটা কমেছে। মার্চের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এসেছে ১০১ কোটি ৮৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন এসেছে ছয় কোটি ৭৯ লাখ ৩২ হাজার মার্কিন ডলার

১৫ দিনে আসা প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১১ হাজার ১৫৭ কোটি ৮৩ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)।

রোববার (১৮ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২ কোটি ৮২ লাখ ৮০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৫৪ লাখ ৮০ হাজার ডলার।

আরও পড়ুন:  এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১.০৫ বিলিয়ন ডলার

একই সময়ে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয়ের পরিমাণ ৮৭ কোটি ১৯ লাখ ৭০ হাজার ডলার। আর ৩২ লাখ ৫০ হাজার ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ফেব্রুয়ারি (২০২৪) মাসে গড়ে প্রতিদিন সাত কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ১৪৩ ডলার দেশে এসেছিল। আগের বছরের মার্চ মাসে (২০২৩) প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ছয় কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৬৬৬ ডলার। সে হিসাবে চলতি মার্চের প্রথম ১৫ দিনে প্রবাসী আয়ের গতি কিছুটা কমেছে।

তবে রোজার শেষের দিকে ঈদ আগে প্রবাসী আয় বাড়বে বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *