ইফতার পার্টিতে সরকারের নামে মিথ্যা বদনাম করছে: প্রধানমন্ত্রী

রমজানে সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি ইফতার পার্টি করে এবং সেখানেও সরকারের নামে মিথ্যা বদনাম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এত উন্নয়নের পর বিএনপি কি অপরাধে আওয়ামী লীগকে হটাতে চায় প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নের জন্য নয় দেশকে অন্ধকারে ঠেলে দিতেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে বিএনপি-জামায়াত জোট।

সরকারপ্রধান বলেন, জাতির পিতাকে হত্যা করার পর নিজেই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে ক্ষমতায় বসে-এটা কোনো গণতন্ত্রের মধ্য দিয়ে হয়নি,  অবৈধভাবে ক্ষমতা দখলের হাত দিয়ে হয়েছে। তারা আবার গণতন্ত্রের ভাষা বোঝে? গণতন্ত্রের অর্থ বোঝে? গণতন্ত্র বানান করতে পারে? সেটাই আমার প্রশ্ন। আপনার জিজ্ঞেস করেন গণতন্ত্র বানান করতে পারি কিনা। সেটাও তারা বুঝবে না।

আরও পড়ুন:  বিএনপি এখনও ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে: প্রধানমন্ত্রী

বারবার ভোট দিয়ে নির্বাচিত করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এখন লক্ষ্য জনগণকে দেয়া প্রতিশ্রুতি পালন করা।

রমজানে মানুষকে খাদ্য বিতরণ না করে ইফতার পার্টি করে সেখানেও সরকারের গীবত করে বিএনপি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা কোনো মানুষকে ইফতার দেয় না, নিজেরা ইফতার পার্টি খায়। ইফতার পার্টিতে গিয়েও আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়। নিজেরা ইফতার খায়, আওয়ামী লীগের গিবত গায়। আর কবে আওয়ামী লীগকে উৎখাত করবে সেটাই দেখে।

বঙ্গবন্ধুকন্যা বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ। কিন্তু ক্ষমতার উচ্ছিষ্টভোগী বিএনপি গণতন্ত্রের অর্থ জানে না তাই দেশবিরোধী ষড়যন্ত্র করে।

তিনি বলেন, তারা তোতা পাখির মতো বলে যাচ্ছে, গণতন্ত্রের জন্য লড়াই করে। এ দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ, গণতন্ত্র দিয়েছে আওয়ামী লীগ। আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার আছে বলেই কথা বলতে পারে। আজকে দেশে মানুষ যদি কিছু পেয়ে থাকে তাহলে আওয়ামী লীগের হাত থেকেই পেয়েছে। স্বাধীনতা পেয়েছে, গণতন্ত্র পেয়েছে,গণতান্ত্রিক অধিকার পেয়েছে, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।

আরও পড়ুন:  জিয়া রক্তাক্ত হাতেই খাবার খেতে বসতেন : প্রধানমন্ত্রী

এত উন্নয়নের পরও কি অপরাধে আওয়ামী লীগকে হটাতে চায় বিএনপি প্রশ্ন রেখে সরকার প্রধান বলেন, উন্নয়নের জন্য নয় দেশকে আবারও অন্ধকারে ঠেলে দিতে ক্ষমতায় যেতে চায় বিএনপি।

ক্ষমতা হলো জনগণের প্রতি দায়িত্ব পালন। আর তাই, রমজানে নেতাকর্মীদেরকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *