জাতির জনকের জন্মদিনে ইফতার বিতরণ করলো রাবিপ্রবি ছাত্রলীগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন উপলক্ষ্যে ইফতার বিতরণ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ছাত্রলীগ। আজ শহরের তবলছড়িতে আসর নামাজ পরে অসহায়, দুস্থ, নিম্ন আয়ের মানুষের মাঝে এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

রাবিপ্রবি ছাত্রলীগের বেশ কয়েকজন সক্রিয় সদস্য মুহাম্মদ আবির চৌধুরী, মোঃ মহিউদ্দীন মুন্না, আব্দুল আল মামুন (মুন্না), মোঃ ইব্রাহীম বিন ইসমাইল, মোঃ জাহাঙ্গীর আলম (অপু) , আব্দুল মুকিত (নোমান) ও অন্যান্যরা মিলে ইফতার বিতরণের এই কর্মসূচির আয়োজন করে। প্রায় অর্ধশত ইফতারির প্যাকেট ও সাথে নিরাপদ পানি এর সন্ময়ে  ইফতার কার্যক্রম চালায় তাঁরা। যোহরের নামাযের পর থেকেই ইফতার বিতরণের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। সফলভাবে ইফতার বিতরণ শেষ করতে পারায় তাদের বেশ আনন্দিত দেখা যায়।

আরও পড়ুন:  দই বেচে শিক্ষার আলো ছড়ানো জিয়াউল হক পাচ্ছেন একুশে পদক

এ বিষয়ে ছাত্রলীগ নেতা আবির চৌধুরী বলেন “ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্ম না হলে এই স্বাধীন বাংলাদেশের জন্ম হোতো না, তার জন্মবার্ষিকীতে রাবিপ্রবি  ছাত্রলীগের পক্ষ হতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, জাতির পিতার আদর্শ ও চেতনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা বদ্ধপরিকর”।

অপর  ছাত্রলীগ নেতা মহিউদ্দীন মুন্না বলেন ” মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শখে মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আমরা বাংলাদেশ ছাত্রলীগ, (রাবিপ্রবি শাখা) আয়োজনে রোজাদার মেহমানদের মাঝে ইফতার বিতরণ করছে। ইনশাআল্লাহ, আমরা আগামীতেও ছাত্রসমাজ ও জনসাধারণরে কল্যাণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ভাবে কাজ করে যাবো ।যে কোন সংকটময় পরিস্থিতিতে  বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসনে ভাই ও  সাধারণ সম্পাদক শখে ইনান ভাই এই রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগরে প্রতিটি ইউনিটকে সাধারণ মানুষের জন্য হাত বাড়িয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করার নির্দেশ দিয়েছেন”।

আরও পড়ুন:  ডিম শূন্য ওয়াশিংটনের সুপার মার্কেট

#এ এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *