হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, শুক্রবার সকালে অমিতাভ বচ্চন অসুস্থ হয়ে পড়েন এবং মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন। এর আগে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে অস্বস্তি বোধ করছিলেন, তাই তাকে চেকআপের জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভিনেতা এখন ভালো বোধ করছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি।

এর আগে গত বছরের মার্চে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’-এর শুটিং করতে গিয়ে ডান পাজরে গুরুতর আঘাত পান অমিতাভ। সেই সময় টানা কয়েক মাস বিশ্রামে ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে অমিতাভের কবজিতে অস্ত্রোপচার হয়। শারীরিক অসুস্থতা অমিতাভকে অক্টোপাসের মতো ঘিরে ধরলেও এখনো দাপিয়ে কাজ করে যাচ্ছেন ৮১ বছর বয়সী এই অভিনেতা।

আরও পড়ুন:  বাড়লো স্বর্ণের দাম

কোকিলাবেন হাসপাতালের চিকিৎসকরা গণমাধ্যমকে জানিয়েছেন, অমিতাভ বচ্চন শুক্রবার সকালে হাসপাতালে এনজিওপ্লাস্টি করেছেন। এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *