দু বাংলার কবি নীলাঞ্জন বিদ্যুৎ এর জন্মদিন আজ। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে ১৯৭৩ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
লেখাপড়া শেষে তিনি উন্নয়ন কর্মী হিসেবে একটি এনজিওতে যোগদান করেন। পেশাগত জীবনে অসংখ্য প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই কবির।
বর্তমানে তিনি পূর্ব সন্দ্বীপ উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তার একক কাব্যগ্রন্থ ‘আটটি পড়ার তলে ফাল্গুনীর চোখ’, ‘অর্কেস্ট্রা’ ‘ নিসর্গের বাঁশি বাজে বিপ্লবীর বুকে’। বাংলাদেশ এবং কলকাতায় প্রকাশিত লিটল ম্যাগাজিন প্রাক্ষিক মাসিক বিভিন্ন সাময়িকিতে তার লেখা নিয়মিত ছাপা হচ্ছে।
তরুণদের সৃজনশীল প্লাটফর্ম সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ও সুহৃদ হিসেবে প্রতিষ্ঠা লগ্ন থেকে যুক্ত রয়েছেন। এছাড়া অসংখ্য সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন।