চিটাগাং জার্নালিস্টস ফোরাম ঢাকার বার্ষিক পুনর্মিলনী ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

‘আমরা মিলেছি বনভোজনের রোদেলা প্রহরে’ এই স্লোগানে চিটাগাং জার্নালিস্টস ফোরাম ঢাকা (সিজেএফডির) বার্ষিক পুনর্মিলনী ও ফ্যামিলি ডে ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ মার্চ গাজীপুরের বেপারীপাড়া কাউয়ালতিয়া রোডের মাস্টার বাড়ি এলাকায় সেগুন বাগান রিসোর্টে এই আনন্দ আয়োজন সম্পূর্ণ হয়।
চট্টগ্রামের যারা ঢাকায় সাংবাদিকতা করে তাদের ঐতিহ্যবাহী এই সংগঠন বিগত ২৫ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে ভাতৃত্বের মেলবন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিবছর বনভোজন হয়ে থাকে।
নাগরিক কর্মব্যস্ততা পেছনে পেলে আনন্দ ঘন পরিবেশে আজকের আয়োজন সম্পন্ন হয়। ফোরামের সভাপতি ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান মামুন আব্দুল্লাহর তত্ত্বাবধানে এবং সাধার সম্পাদক একুশে টেলিভিশনের রিপোর্টার তৌহিদুর রহমান অক্লান্ত পরিশ্রমে বনভোজনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এবারের বনভোজনের আহ্বায়ক ছিল শিবু কান্তি দাস। এছাড়া অন্য সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আনুষ্ঠানিকতা সার্থকতায় রূপ লাভ করে।
চট্টগ্রামের কৃষ্টি-কালচার লেখনীর মাধ্যমে তুলে ধরতে লুসাই নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। ম্যাগাজিনটি সম্পাদনা করেছেন একুশে টেলিভিশনের ডেপুটি হেড অব নিউজ সাইফ ইসলাম দিলাল।
উক্ত আয়োজনে জ্যেষ্ঠ সাংবাদিকদের পরিবার পরিজনের পাশাপাশি নবীনদের উপস্থিতি ছিল বেশ নজর কারা।
মধ্যাহ্নভোজনে ছিল চট্টগ্রামের মেজবান, মিষ্টি, দধি সহ অফুরন্ত খাবার। শিশু-কিশোরদের খেলাধুলা এবং প্রতিযোগিতার আয়োজনও ছিল।
আজ ৮ মার্চ নারী দিবস। তাই নারীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। একই সঙ্গে নারীদের প্রতি ফোরামের পক্ষ থেকে সম্মান জানানো হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে ভরে তোলেন শিল্পীরা। এছাড়া নারীদের জন্য ছিল বালিশ খেলা ও মার্বেল চামচ। সকল সদস্যের জন্য টি-শার্ট এবং কমন গিফট, সর্বোপরি রেফেল ড্র মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিবছর এমন সময়ে এ বনভোজন সকলের মধ্যে হৃদয়ের নৈকট্য সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *