আম্বানির ছেলের ঘড়ি দেখে মুগ্ধ জাকারবার্গের স্ত্রী

শেষ হয়েছে গুজরাটের জামনগরে তিন দিন ধরে চলছে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশ-বিদেশের বড় বড় ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং গুগলের সিইও সুন্দর পিচাই, ইভাঙ্কা ট্রাম্পসহ আন্তর্জাতিক অঙ্গনের বড় বড় ব্যক্তিত্বরা।

অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং অনুষ্ঠানের বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মধ্যে ইন্সটাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান অনন্ত আম্বানির হাতঘড়ি দেখে অবাক হয়েছেন।

ভিডিওতে দেখা যায়, অনন্ত আম্বানির সঙ্গে কথা বলতে বলতে জাকারবার্গের স্ত্রী প্রিসিলার চোখ পড়ে অনন্ত আম্বানির ঘড়ির উপর। ঘড়িটি দেখে তিনি রীতিমতো মুগ্ধ হয়ে যান। ঘড়ি নিয়ে তিনি অনন্ত আম্বানির সঙ্গে কথাও বলেন। তিনি বলেন, ‘ঘড়িটি দুর্দন্ত। এটা দেখতে দারুণ।’ জাকারবার্গও এ প্রসঙ্গে বলেন, ‘আমিও এই বিষয়টা তাকে বলেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *