বেইলি রোডে ভবনের আগুনে দগ্ধ কেউই শঙ্কামুক্ত নন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন বলেছেন, রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে আর আহত হয়েছেন ১২ জন।

শুক্রবার (১ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক বিফ্রিং তিনি এ কথা বলেন। এছাড়া এ ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিরা শঙ্কামুক্ত নন বলেও জানান তিনি।

ড. সামন্ত লাল সেন বলেন, আহত ১২ জনের মধ্যে ১০ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।  আর বাকি দুজন ঢাকা মেডিকেলে। যারা মারা গেছেন তাদের বেশ কয়েকজনকে এখনও শনাক্ত করা যায়নি।  প্রয়োজনে সব কিছু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, আমরা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে তাদের জন্য চেষ্টা করছি।  আমি এখন আবার চিকিৎসকদের নিয়ে বসব। একটি পরিকল্পনা করব কীভাবে কী করা যায়।

আরও পড়ুন:  মোদিকে শেখ হাসিনার শুভেচ্ছা

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।  এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *