শিক্ষা সম্মেলনে যোগ দিতে সাউথ আফ্রিকা গেলেন শিক্ষাবিদ ড. সালেহা কাদের

বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকার সভাপতি ড. সালেহা কাদের ও ভাইস প্রিন্সিপ্যাল ড. আফসানা আমিন ব্রিটিশ কাউন্সিলের শিক্ষা সম্মেলনে  যোগদানের লক্ষে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

তাঁর সফর সঙ্গি হিসেবে রয়েছে তাঁর একমাত্র মেয়ে ড. আফসানা আমিন ও নাতনি আমরোজিয়া।

রোববার ২৫ ফেব্রুয়ারি দুপুর ২:৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুবাই হয়ে সাউথ আফ্রিকার পথে পাড়ি জমান এই শিক্ষাবিদ।

তিনি আগামীকাল ২৬ ফেব্রুয়ারি থেকে তিনদিনের একটি বিশেষ কনফারেন্সে যোগ দেবেন। শিক্ষার উন্নয়ন নিয়ে এই কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষাবিদদের আমন্ত্রণ জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল। মার্চ এর ৮ তারিখ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন:  আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন মাহফুজুর রহমান মিতা

উল্লেখ্য,  তিনি শিক্ষা ও ভ্রমণের উদ্দেশ্যে তিনি পৃথিবীর প্রায় ৩০টির বেশি দেশ ভ্রমণ করেছেন। প্রিন্সিপ্যাল ড. সালেহা কাদের দেশের একজন বিদগ্ধ শিক্ষাবিদ, সমাজসেবক ও নিঃস্বার্থ সমাজ মনস্ক মানুষ হিসেবে তাঁর রয়েছে ব্যাপক সুনাম ও সুখ্যাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *