চট্টগ্রামের সন্দ্বীপে পিকনিকের ট্রাক উল্টে ৯ জন আহত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২টার দিকে রহমতপুর সী-বীচ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের বাড়ি গাছুয়ার কাসেম মার্কেট এলাকা সংলগ্ন।
আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। আহতরা হলেন সাইদুর,সাইমুন ও শিপন। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গাছুয়া ইউনিয়নের কাশেম মার্কেট এলাকার ব্যবসায়ীরা ‘রহমতপুর সী-বীচ পিকনিক স্পটে’ যাচ্ছিলেন। দুর্ঘটনায় শিকার একজন জানান, সকাল১০টার দিকে পিকনিকের যাত্রীবাহী গাড়িটি রহমতপুরের উদ্দেশে রওনা দেয়। বেলা ১২টার দিকে হঠাৎ পিকনিক স্পটেরকাছাকাছি এলে গাড়িটি চলন্ত অবস্থায় উল্টে যায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সন্দ্বীপ মেডিকেল সেন্টার হাসপাতালে আনা হয়।