যথাযথ ভাবগাম্ভীর্যে এমইএস কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন করা হয়েছে। ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলেজে নানান কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের প্রথম প্রহরেই অধ্যক্ষ মহোদয় আ ন ম সরওয়ার আলম এর উপস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ২য় পর্বে কলেজ অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ববি বড়ুয়া এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী , কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আমীন, অধ্যাপক জেসমিন আক্তার ও অধ্যাপক আমেনা বেগম।

ওমরগণি এম.ই.এস. কলেজ সাংস্কৃতিক অঙ্গনের সদস্যরা রঙ-তুলির শিল্পে ক্যাম্পাসকে আলপনায় রাঙিয়ে তুলেছেন। এছাড়াও বেলুন উড়িয়ে দেয়ালিকার মোড়ক উন্মোচন, কলেজ এর সাহিত্য বিষয়ক সংগঠন “বাংলার মুখ” এর আত্মপ্রকাশ ও একুশে বই মেলার আয়োজন করা হয়। অ

আরও পড়ুন:  ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’র গায়ক খালিদ মারা গেছেন

অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম বলেন, “বাংলা ভাষার যথাযথ ব্যবহারের মাধম্যমেই ভাষা শহীদরা প্রকৃত মর্যাদা পাবেন, বায়ান্নের চেতনাকে ধারন করে নিজেকে আদর্শিক মানুষ হিসাবে গড়ে তুলে অহিংস সমাজ বিনির্মানে আমাদের শিক্ষার্থীদের কাজ করতে হবে।”

সবশেষে প্রভাষক নন্দিতা বড়ুয়ার পরিচালনায় ওমরগণি এম.ই.এস. কলেজ সাংস্কৃতিক অঙ্গন এর সদস্যদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কবিতা, গান, নৃত্য ও গীতিনাট্য পরিবেশনায় ছিলেন সানজিদা, শেখ সৌরভ, ফাতেমা, রানা, ইফু, তামিম, ইসরাত, হাবিব, বর্ষা, শারমিন, শ্রাবণ্য, মাহফুজ, রিফাত, স্বাজন, ইরফান, ফারহানা, নুসরাত, পুষ্পিতা, জয়ন্ত, নজরুল, জিন্নাত, রিনভী, প্রিয়া, মুগ্ধ, মাকসুদা, আতকিয়া, ফারজানা, সালেহ, ফয়সাল, জিসান, সাকিব, স্মৃতি, নবি, রূপা, জুঁই, ফাহমিদা, আশ্রাফুল, বাঁধন, তাহসান, রাব্বি, রাফি, নোমান, সোহাগ, আঁখি, সাদিয়া, সামিরা, নুসরাত, কৃপা, নাইমা, মীম, তিশা, ইসমিতা, জান্নাতুল প্রমুখ। তবলা বাধ্যযন্ত্রে ছিলেন প্রসেনজিৎ নাথ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণে অনুষ্ঠানের ভূমিকায় আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা ছিলো অত্যান্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *