অবশেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরোধী নেতা প্রয়াত অ্যালেক্সাই নাভালনির লাশ তার মায়ের কাছে পাঠানো হয়েছে। নাভালনির মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে নাভালনির মা’কে তার ছেলের লাশ গোপনে বা কারাগার কলোনিতে দাফনের জন্য রুশ কর্তৃপক্ষ চাপ দিচ্ছিল বলে খবরে বলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নাভালনির মুখপাত্র সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
তবে নাভালনির লাশ কোথায় দাফন করা হবে তা নিয়ে কিছু বলা হয়নি।
বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে বন্দি থাকা অবস্থায় গত ১৬ ফেব্রুয়ারি তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে হাঁটাহাঁটি করার সময় হঠাৎ-ই অচেতন হয়ে পড়ে যান তিনি, এরপর আর জ্ঞান ফেরেনি তার।
নাভালনির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নাভালনির মা এবং আইনজীবী সেই প্রত্যন্ত কলোনিতে ছুটে গিয়েছিলেন। কিন্তু কারাগারের মর্গ ও স্থানীয় কর্তৃপক্ষ মৃতদেহ খুঁজে বের করার চেষ্টায় বারবার ব্যাহত করেছে।