বইমেলায় আমিন আবদুল্লাহ`র কাব্যগ্রন্থ `তোমার পরশ খুঁজি`

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেফটেন্যান্ট কর্ণেল আমিন আবদুল্লাহ’র কাব্যগ্রন্থ ‘তোমার পরশ খুঁজি’। বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। বইটির প্রচ্ছদ এঁকেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এর প্রিন্সিপাল ড. সালেহা কাদের।

লেফটেন্যান্ট কর্ণেল আবদুল্লাহ আমিনের এটি প্রথম প্রকাশিত গ্রন্থ। তিনি গ্রন্থটি তার প্রিয়তমা সহধর্মিনী ড. আফসানা আমিনকে উৎসর্গ করেছেন। বইটির মূল্য নির্ধারিত হয়েছে ২৫০ টাকা।

ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর প্রবল আকর্ষণ। কবিতা ও লেখনীর মাঝেই তিনি জীবনের অর্থ খুঁজতে ভালোবাসেন। জীবন চলার পথে তিনি অনেক কবিতা লিখলেও ‘তোমার পরশ খুঁজি’ তাঁর প্রথম প্রকাশ। আমিন আব্দুল্লাহ বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল পদবীতে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, আবদুল্লাহ আমিনের তোমার পরশ খুঁজি কাব্যগ্রন্থটি ইতিমধ্যে পাঠকমহলে সমাদৃত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *