বিএনপির চেয়ে উগ্রবাদী সংগঠন আর নেই: ওবায়দুল কাদের

বিএনপির চেয়ে উগ্রবাদী সংগঠন আর নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজনীতিতে টিকে থাকতে দলটি মিথ্যাচার করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অসত্য অভিযোগ করে দেশের জনগণকে বিরক্ত করছেন বিএনপি মহাসচিব।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জন্মলগ্ন থেকেই নিজেদের অপকর্মের দায় আওয়ামী লীগের উপর চাপানো বিএনপির পুরনো অভ্যাস ও অপকৌশল।

তিনি বলেন, তাদের (বিএনপি) ঘুরে দাঁড়ানোর বক্তব্য আগেও শুনেছি। কিন্তু কোন বছর ঘুড়ে দাঁড়াবেন? এ বছর, নাকি আগামী বছর? এই ডিসেম্বরে নাকি আগামী অক্টোবরে? কবে আবার ঘুরে দাঁড়াবেন? আসলে এসব কথা বিএনপি নেতারা বার বার বলে জনগণের কাছে নিজেদেরই খাটো করছেন।

আরও পড়ুন:  ১২টি শৈত্যপ্রবাহ মোকাবিলা করবে বাংলাদেশ, থাকছে শিলাবৃষ্টিও

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৭৫-এ জাতির পিতাকে স্বপরিবারে হত্যা, জেল হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন খন্দকার মোশতাক ও জেনারেল জিয়া। এর ধারাবাহিকতায় ২১ আগস্ট  গ্রেনেড হামলা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করে তারাই।  ওই হামলার ঘটনায় তারা জজ মিয়া নাটক সাজিয়েছিল। অথচ যাদের হাতে রক্তের দাগ, তারা হত্যার রাজনীতির জন্য আওয়ামী লীগকে দোষারোপ করে।

ওবায়দুল কাদের বলেন, বেপরোয়া গাড়ির চালকের মতো বেপরোয়া রাজনীতির চালক মির্জা ফখরুল। রাজনীতিতে বিএনপি দুর্ঘটনা ঘটাতে চায়। অতীতে তাদের এই ইতিহাস আছে। এই দুর্ঘটনার পুনরাবৃত্তি তারা বারবার ঘটাতে চায়। এছাড়া রাজনীতিতে টিকে থাকার তাদের আর কোনো রসদ নেই।

মিয়ানমার সীমান্তে উত্তেজনা প্রসঙ্গ তিনি বলেন, যেকোন ধরনের যুদ্ধ এড়িয়ে চলে যে কোন ধরনের আলোচনা চালিয়ে সঠিক পদক্ষেপই গ্রহণ করবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। সবপক্ষের গতিবিধি লক্ষ্য করে যুদ্ধকে পরিহার করে শান্তির জন্য ইন্টেলিজেন্স ডিপ্লোমেসি পাঠিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন:  তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া দফতর

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, পারভীন জামান কল্পনা, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাবেক সদস্য রিয়াজুল কাউসার, সাবেক ছাত্রনেতা ইসহাক আলী খান পান্নাসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *