ভালোবাসা দিবসে এ কেমন বর্বরতা!

১৪ ফেব্রুয়ারি ছিল বিশ্ব ভালোবাসা দিবস। নিজের সঙ্গীকে আরও বেশি ভালোবাসা দিয়ে জয় করার দিন এটি। কিন্তু এদিন ভারতের পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ঘটল এক মর্মান্তিক ঘটনা। স্ত্রীর মাথা কেটে হাতে নিয়ে পুরো গ্রাম ঘুরলেন এক যুবক। পরে গ্রামবাসী পুলিশে খবর দিলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এমন কাণ্ড ঘটিয়েছেন ওই যুবক।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অভিযুক্তের নাম গৌতম গুছাইত। তার বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের চিস্তিপুর গ্রামে।

জানা গেছে, গৌতম তার স্ত্রীর দেহ থেকে মাথা পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছেন। এরপর সেই কাটা মাথা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। পরে রাস্তার বেঞ্চে মাথাটি রেখে বসে পড়েন পাশে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। থানায় খবর দেন গ্রামবাসী। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর গৌতমকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:  ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের এমডি

স্থানীয় সূত্রের খবর, একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন গৌতম। এখন অবশ্য তিনি সুস্থ। তবে গত কয়েকদিন ধরে পরিবারে কলহ চলছিল।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে সম্ভবত এই কাণ্ড ঘটিয়েছেন ওই যুবক। এ ঘটনায় আটক করা হয়েছে গৌতমের বাবা-মাকেও। সূত্র: ইন্ডিয়া টুডেফ্রি প্রেস জার্নাল, নিউজ১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *