আইএফআইএলের সাবেক চেয়ারম্যান বখতিয়ার আলম, শাহজিবাজার পাওয়ার লিমিটেডের ভাইস চেয়ারম্যান শিল্পপতি আকবর হায়দার মুন্না এবং ইউনিকম টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক নুরউদ্দিন দেওয়ান ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন সম্পন্ন হয়।
ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিআইডব্লিউটিএ’র সাবেক চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকারকে ফাউন্ডেশনের ট্রেজারার নির্বাচন করা হয়।
এর আগে গত ডিসেম্বরে অনুষ্ঠিত সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী আজ্জমকে ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে পুননির্বাচিত করা হয়।