অভিনেত্রী ফারজানা ছবির ‘জলছবি’র মোড়ক উন্মোচন

একুশে গ্রন্থমেলায় প্রকাশিত অভিনেত্রী ফারজানা ছবির লেখা প্রথম উপন্যাস ‘জলছবি’। বইমেলা চত্ব¡রেই ছবির মা আয়েশা রহমান ছবির জীবনের প্রথম উপন্যাস ‘জলছবি’র মোড়ক উন্মোচন করেন। সঙ্গে ছিলেন ছবির বড় ভাই মিজানুর রহমান।

ফারজানা ছবি বলেন, মানুষ এবং মানুষের ভিন্ন ভিন্ন জীবন দর্শনে আমি বরাবরই আলোড়িত হই। অভিনয় শিল্পী হবার সুবাদে বিচিত্র সব চরিত্র ও অনুভূতি পরিভ্রমণের সৌভাগ্য হয় আমার। প্রতিটি চরিত্রের মধ্যদিয়ে অচেনা অজানা জীবনকে বাক্সবন্দি করি নিত্যদিন। আর সেসব জীবন পর্যবেক্ষণ আমার লেখার রসদ জোগায় প্রতিনিয়ত।

অনেক আগে থেকেই আমার টুকরো টুকরো লেখা পড়ে বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন আমাকে লেখায় মনোযোগী হতে বলেছিলেন। অবশেষে মহান আল্লাহ আমাকে এই গ্রন্থটি লেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা। পাঠকের অনুপ্রেরণা পেলে কলম এবং লেখাকে আগামীতে সাথী করার প্রত্যাশা রাখি। উপন্যাসটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *