শীতের দিনে হাঁসের মাংস ভুনা

শীতের দিনে হাঁসের মাংস খেতে কমবেশি সবাই পছন্দ করেন। বিশেষ করে হাঁস ভুনা খেতে খুবই সুস্বাদু। তবে অনেকেই হাঁসের মাংস রাঁধতে গিয়ে ঝক্কি পোহান। গরম ভাতের সঙ্গে হাঁস ভুনা খাওয়ার মজাই আলাদা। 

উপকরণ 
হাঁস ১ কেজি, পালংশাক ২ আটি, এলাচ ৪ পিস, দারচিনি ২ টুকরা, তেল ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৪  টেবিল চামচ, লবণ পরিমানমতো, আদা বাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা চামচ, হলুদগুড়া হাফ চা চামচ, মরিচগুঁড়া ২ চা চামচ।

প্রণালি 
ফ্রাইপ্যানে তেল দিন, তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন পেঁয়াজ হালকা ভাজা হলে এতে আদা রসুন বাটা দিন, এরপর একে একে হলুদগুঁড়া, মরিচগুঁড়া, জিরাগুঁড়া ও পরিমানমতো লবণ দিন, হাঁস দিয়ে পাঁচ মিনিট ঢেকে কষিয়ে নিন, কষানো হয়ে এলে এতে আবার ও গরম পানি রান্না করুন সেদ্ধ হয়ে এলে পালংশাক দিয়ে তিন মিনিট পর নামিয়ে রাইসের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন:  চোখের স্বাস্থ্য ভালো রাখবে যে তিন সবজি

বাদামি হাঁস ভুনা

IMG_0668

উপকরণ 

হাঁস ১ কেজি, বাদাম বাটা ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া  ২ চা চামচ, জিরা গুড়া ১ চা চামচ, পোস্ত বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, লবণ পরিমানমতো, পানি পরিমান মতো, তেল  ৬ টেবিল চামচ, এলাচ  ৪ পিস, দারচিনি ৪ পিস।

প্রণালি  
ফ্রাইপ্যনে তেল গরম করে, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন পেঁয়াজ ব্রাউন হলে এতে এলাচ, দারচিনি দিয়ে আরো কিছু সময় ভেজে আদা রসুন বাটা দিন, আদা রসুন বাটা, পরিমানমতো লবণ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, জিরাগুড়া দিয়ে অল্প পানি দিয়ে মসলা কষিয়ে এতে হাঁসের মাংস দিন মাংস ঢেকে কষিয়ে নিন, কষানো হলে আবার ও পরিমানমতো গরম পানি দিন সেদ্ধ হয়ে এলে এতে পোস্তবাটা ও বাদাম বাটা দিয়ে কষিয়ে নামিয়ে পরিবেশন করুন পরোটা অথবা পোলাও এর সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *