বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ড. সালেহা কাদের এর ব্যক্তিগত তহবিল থেকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দীর্ঘাপাড় ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের প্রবীণ কেন্দ্রে শতাধিক বয়স্ক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় ডক্টর সালেহা কাদের এর উপস্থিতিতে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সরফুল আজাদ , একুশে টেলিভিশনের সাংবাদিক কাজী ইফতেখারুল আলম তারেক, রুবেল উদ্দিন, এসডি কর্মকর্তা আশরাফ, জান্নাতুল বাকি ফাহিমাসহ প্রমুখ।
ড. সালেহা কাদের বলেন, এই শীতে আপনাদের কষ্ট লাঘব করতে আমি এই কর্মসূচি হাতে নিয়েছি। আপনাদের যেকোনো দুঃখ-কষ্ট আমাকে জানাবেন আমি সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থাকবো।
তিনি আরো বলেন, এটা আমার জন্মস্থান। এখানকার মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করা দায়িত্বের মধ্যে পড়ে। সমাজের বিত্তবান মানুষের কাছে আমি আহ্বান জানাব তারাও যেন মানুষের কল্যাণে এগিয়ে আসে।