মাটির টানে ভাটির দেশে অনিন্দিতা দাস

ড. সালেহা কাদের 

মাটির টানে ভাটির দেশে এলেন অনিন্দিতা দাশ। সন্দ্বীপের ইতিহাস গ্রন্থের অন্যতম লেখক অনঙ্গমোহন দাসের নাতনি তিনি। আজ বিকেলে তিনি সাংবাদিক ফিরোজ চাষীসহ কয়েকজনের সঙ্গে এসেছেন আমার আঙিনায়। এ যেন রূপকথার মতো গল্প। অনিন্দিতাকে দেখে আমার মন ভীষণ ভরে গেছে। এমন সোনার মানুষের রক্ত যার শরীরে সে তো মাটিকে খুঁজবে, শেখরকে খুঁজবে।

কারণ আমরা যারা সন্দীপের পরিচয় দেই তাদের কাছে রাজকুমার চক্রবর্তী অনঙ্গ মোহন দাস এরা আমাদের পরিচয় এর ভিত্তি রচনা করে গেছেন বিগত শতাব্দীতে। লিখে গেছেন সন্দ্বীপের ইতিহাস তাই তারা আমাদের কাছে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সন্দ্বীপের মানুষের গন্ধ খুঁজতে তিনি কলকাতা থেকে ছুটে এসেছেন। পূর্বপুরুষের জন্মস্থানের মানুষের সঙ্গে তার সম্পর্ক গল্প আড্ডা তাকে ভীষণ মুগ্ধ করে। সন্দ্বীপের মানুষ হিসেবে তিনি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। যদিও তিনি প্রতিবেশী দেশে থাকেন, আমাদের চোখে তিনি তার সাত পুরুষ খোঁজেন। আজকের বিকেলটাই যেন সন্দ্বীপ ময়।

আরও পড়ুন:  ‘ভাসানচর' হাতিয়ার না সন্দ্বীপের যা জানা গেল?

আমার স্কুলে প্রতিদিন সন্দ্বীপের মানুষের মিলনমেলা ঘটে। প্রায়শঃ সন্দ্বীপের অসংখ্য মানুষ তাদের ভালোবাসার টানে ছুটে আসেন আমার আঙিনায়। একজন সন্দীপী হিসেবে এটা আমার জন্য ভীষণ গর্বের। অনিন্দিতা দাস এর আগেও বাংলাদেশে এসেছেন। তিনি আমার কথা শুনেছেন এবং আমার সঙ্গে দেখা করার প্রত্যয় ব্যক্ত করেছেন এতে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। অনিন্দিতা ছুটে চলুক অবিরাম । তার জন্য আমার অশেষ শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *