আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলসহ দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে।
আজ শনিবার আবহাওয়ার খবরে এই পূর্বাভাস দেওয়া হয়।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
আবহাওয়ার খবরে আরও বলা হয়, নওগাঁ, রাজশাহী, দিনাজপুর ও মৌলবীবাজার জেলাসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের বিস্তার লাভ করতে পারে।
আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে জেঁকে বসা এই শীত আরও বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশের আজ রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে আগামীকাল দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।